প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
বন্দরে ২২নং ওয়ার্ডে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

বন্দর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি বাদ জুম্মা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কাউছার আশার পক্ষ থেকে বন্দর ২২নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আতাহার মিয়ার উদ্যোগে এ কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিহেদী আতœার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ঈমাম ও খতিব। পরে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
এ সময় দোয়ায় অংশ নেন বন্দর ২২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহেল,ব্যবসায়ী হাজী আব্দুল কুদ্দুস,সাহাদাৎ উল্লাহ ভূইয়া,বিএনপি নেতা হাসান খান, দেলু মিয়া, অপু, আবুল কালাম, বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন, রিপন সিকদার, শুক্কুর মিয়া প্রমূখ।
উল্লেখ্য,গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন কিডনি, হৃদরোগসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত থাকার পর শেষ পর্যন্ত নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে নারায়ণগঞ্জ বন্দরসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট